বর্তমানে, ইউটিউব বিশ্বব্যাপী একটি খুব জনপ্রিয় ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও আপলোড করা হয়। আপনি কি জানেন যে ইউটিউব গুগলের পরে দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন?আর তাই, অনলাইনে যেকোনো ব্যবসা, ব্র্যান্ড, পণ্য বা পরিষেবার প্রচার করে প্রচুর গ্রাহক পাওয়া সম্ভব। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন তাহলে আপনার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি শুধু মাত্র টাকা ইনকাম করার উদ্দেশ্য ইউটিবিং করতে চান তাহলে প্রথমেই বলবো বাংলা,,হিন্দি কনটেন্ট অথাৎ এক কথায় আমাদের এশিয়ান অডিয়েন্স যেসব ভিডিও দেখে থাকে তা বানানো যাবে না।
কেননা এইসব দেশগুলোতে কোম্পানীগুলো অ্যাডের পিছে খুব বেশি টাকা খরচ করে না। যার কারণে, সিপিসি,আরপিএম রেট খুবই কম , আর এই জন্যই ইনকামও অনেক কম হয়ে থাকে।
বেশি টাকা আয় করতে চাইলে, অডিয়েন্স হিসেবে আপনার সিলেক্ট করতে হবে ইউরোপ,আমেরিকার মতো দেশগুলোকে। ভিডিও বানাতে হবে ইংরেজীতে, কারণ ইংরেজী ভিডিওর অডিয়েন্স সারা বিশ্বজুড়ে রয়েছে।
এমন ধরণের নিশ সিলেক্ট করতে হবে, যাতে অ্যাডসেন্স এর পাশাপাশি ঐ ভিডিও থেকে ২/৩ উপায়ে টাকা ইনকাম করতে পারেন।
অনেকেই মনে করেন শুধুমাত্র এডসেন্স মনিটাইজেশন এর মাধ্যমেই ইউটিউব থেকে আয় করা যায়। ইউটিউব থেকে আয় এর একাধিক উপায় রয়েছে। যেমনঃ
- ইউটিউব পার্টনার প্রোগ্রাম
- প্রোডাক্ট বিক্রি
- ভিডিও এডিটিং সার্ভিস
- প্রোডাক্ট রিভিউ ও অ্যাফিলিয়েট মার্কেটিং
- অনলাইন কোর্স
- স্পন্সরড কনটেন্ট
- ডোনেশন
নিশ সিলেক্ট করার সময় আরো একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনার সিলেক্ট করা নিশ টি ভবিষ্যতে থাকবে কিনা? ভবিষ্যতে এই নিশের জনপ্রিয়তা কেমন হবে ।আপনি একটি চ্যানেলকে বছরের পর বছর পরিশ্রম করে বড় করে তুললেন কিন্তু ভবিষ্যতে যদি সেটার ডিমান্ডই না থাকে তাহলে আপনার পরিশ্রম বৃথা ছাড়া আর কিছুই না।ইউটিউবে এমন অনেক জনপ্রিয় নিশ ছিলো, যা এখন হারিয়ে গেছে বা যাবার পথে।
আপনার চ্য্যানেল কি ধরনের হবে সেটা নিয়ে যদি দ্বিধায় থাকেন, তবে আমি আপনাকে এক কথায় বলবো আপনি প্রোডাক্ট বা সেবার রিভিউ নিয়ে ভিডিও তৈরি করুন। কারন….এটি একটি জনপ্রিয় নিশ। মনে করুন আপনি একটা মোবাইল ফোন কিনবেন। যে মডেলের মোবাইলে কিনবেন সেটা সম্পর্কে নিশ্চয়ই আপনি আগে থেকে খোজ খবর নিয়ে রেখেছেন বা রাখবেন । শুধু মোবাইল কেনো, সকল পণ্য বা সেবা নেয়ার আগে সেটা সম্পর্কে ইউটিউব থেকে সে পণ্য বা সেবার সমস্ত তথ্য সংগ্রহ করা সম্ভব।
এবার আপনি ভাবতে পারেন প্রোডাক্টের রিভিউ করতে গেলে সে প্রোডাক্ট হাতে থাকতে হবে এবং নিজেকে ক্যামেরার সামনে আনতে হবে। না, বিষয়টা সব সময় এমন নয়। প্রোডাক্ট রিভিউ করার জন্য সেই প্রোডক্ট আপনার হাতে থাকতে হবে না এবং আপনাকেও ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে না।
মনে করুন samsung A10 এর রিভিউ করবেন। প্রথমে গুগল এ সার্চ করবেন samsung A10 specifcation। যেকোন ওয়েবসাইটে ঢুকে specification বের করবেন। এবার মোবাইলের বক্স, বিভিন্ন Angel এ ছবি বের করবেন। তারপর specification audio রেকর্ড করে ভয়েস ওভার তৈরি করে ছবি দিয়ে সুন্দর একটা ভিডিও এডিট করে ফেলুন। শেষ কাজ, সুন্দর একটা Thumbnail বানিয়ে Youtune এ আপলোড করে দিন। এভাবে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ বানিয়ে আপলোড করে খুব সহজেই আয় করা সম্ভব।
পশুপাখি অথাৎ এনিমাল নিশ নিয়ে ও কাজ করতে পারেন, সেই সব ভিডিওতে ভিউও কিন্তু কম নয় ।আর যদি বাই এনি চান্স একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আপনার ১ ভিডিও থেকেই প্রফিট উঠে আসবে।
প্রফিটেবল কিছু নিশের আইডিয়া:
- টেক ভিডিও
- গেমিং
- প্রোডাক্ট রিভিউ
- ভ্লগ
- ফুড
- ফ্যাশন
- বিউটি
- হেল্থ
- ট্রাভেল
- এনিমল
- অ্যাফিলিয়েট
- হাউ টু
- ডোমেইন হোস্টিং অ্যাফিলিয়েট
এই ধরণের নিশগুলো থেকে ভালো টাকা আয় করা সম্ভব।

কোন অ্যাপসের মাধ্যমে ইউটিউব ইনকাম দেখা যায়??
যদি আপনার চ্যানেলের ইনকাম দেখতে চান তাহলে youtube creator studio এর মাধ্যমে দেখতে পারবেন। আর যদি অন্য কারো চ্যানেলের ইনকাম,ভিউ,পারফরমেন্স দেখতে চান তাহলে social blade অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন, তবে এটা সব সময় ইনকামের সঠিক রেজাল্ট দেখায় না।
সর্বশেষ ভাবনা
YouTube-এ নগদীকরণ অর্থ উপার্জনের একটি দুর্দান্ত উপায় হতে পারে, তবে এটি সহজ নয়৷ আপনাকে এমন ধরণের নিশ সিলেক্ট করতে হবে, যা একটি বৃহৎ দর্শকের কাছে আবেদন করবে এবং আপনাকে এটি ধারাবাহিক ভাবে করতে হবে। কিন্তু আপনি যদি এই সমস্ত কিছু সঠিক ভাবে করতে পারেন, তাহলে পুরষ্কারগুলি খুব লাভজনক হতে পারে।
যাই হোক না কেন, মনে রাখবেন ইউটিউব একটি দ্রুত ধনী হওয়ার স্কিম নয়৷ একটি সফল চ্যানেল তৈরি করতে সময়, প্রচেষ্টা এবং উত্সর্গ লাগে। রাতারাতি হাজার হাজার ডলার উপার্জন শুরু করার আশা করবেন না। কিন্তু, এই টুলের সাহায্যে, আপনি কতটা বিজ্ঞাপনের আয় এবং অন্যান্য আয় আপনি সম্ভাব্যভাবে উপার্জন করতে পারেন তা দেখতে আপনার অগ্রগতির পরিকল্পনা এবং ট্র্যাক করতে পারেন।